কিভাবে মাইক্রো সফ্ট পাওয়ার পয়েন্ট ২০১০ এর প্রেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করবেন
How to Convert a Power Point 2010 Presentation to Video?
মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট থেকে আমরা হর হামেশাই বিভিন্ন প্রেজেন্টেশান তৈরী করে থাকি। তৈরী করা প্রেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করার প্রয়োজন পরে এবং বিভিন্ন সফ্টওয়্যারের মাধ্যমে তা করেও ফেলি। তবে বিভিন্ন সফ্টওয়্যারে করতে গেলেও বেশ ঝামেলা পোহাতে হয় এবং সময়ও বেশ খরচ হয়ে যায়। ব্যাহারকারীর সূবিধা চিন্তা করে মাইক্রোসফ্ট কোম্পানি তাদের পন্য Power Point 2010-এ পেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করার প্রক্রিয়া সংযুক্ত করে দিয়েছে। ফলে আপনাকে আর অন্য কোন সফ্টওয়্যার ব্যবহার করতে হবে না।