Monday, August 12, 2013

কিভাবে মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট ২০১০ এর প্রেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করবেন


 
কিভাবে মাইক্রো সফ্ট পাওয়ার পয়েন্ট ২০১০ এর প্রেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করবেন
How to Convert a Power Point 2010 Presentation to Video?

মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট থেকে আমরা হর হামেশাই বিভিন্ন প্রেজেন্টেশান তৈরী করে থাকি। তৈরী করা প্রেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করার প্রয়োজন পরে এবং বিভিন্ন সফ্টওয়্যারের  মাধ্যমে তা করেও ফেলি। তবে বিভিন্ন সফ্টওয়্যারে করতে গেলেও বেশ ঝামেলা পোহাতে হয় এবং সময়ও বেশ খরচ হয়ে যায়। ব্যাহারকারীর সূবিধা চিন্তা করে মাইক্রোসফ্ট কোম্পানি তাদের পন্য  Power Point 2010-এ পেজেন্টেশান ভিডিওতে রুপান্তর করার প্রক্রিয়া সংযুক্ত করে দিয়েছে। ফলে আপনাকে আর অন্য কোন সফ্টওয়্যার ব্যবহার করতে হবে না।


এবার আমরা চিত্র ভিত্তিক মাত্র ৭টা পদক্ষেপের মাধ্যমে দেখবো কিভাবে আপনার তৈরী করা প্রেজেন্টশান ভিডিও ফাইলে রুপান্তর করবেন।

১। আপনার কাঙ্খিত পেজেন্টেশান তৈরী হয়ে গেলে মেনু বার হতে File মেনুতে ক্লিক করুন।(নিচের ছবির মতো)


২। মেনুটি ওপেন হলে নিচের দিকে দেখুন save&send অপশন আছে তাতে ক্লিক করুন।(নিচের চিত্রের মতো)



৩। এবার দেখুন ডানপাশে আরেকটা মেনু এসেছে এবং সেটার নিচের দিকে Create a video নামক অপশন রয়েছে তাতে ক্লিক করুন। (নিচের ছবির মতো)



৪।এবার যে তালিকা পাবেন তাতে কিছু বোঝার আছে অর্থাত আপনি যে প্রেজেন্টেশান তৈরী করেছেন তার প্রতিটি পেজ কি পরিমান সময় ধরে প্রদর্শিত হবে তা নির্ধারন করতে পারবেন। সেগুলো নির্বাচন করে নিচের Create Video বাটনে ক্লিক করুন।(নিচের ছবির মতো)



৫। এবার ভিডিও ফাইলটি কোথায় তৈরী হবে এবং কি নামে হবে তা নির্ধারন করে Save বাটনে ক্লিক করু। (নিচের ছবির মতো)




৬। দেখবেন আপনার ভিডিও ফাইল তৈরী হতে শুরু করে দিয়েছে এবং তার প্রসেসিং প্রক্রিয়া নিচের ছবির মতো দেখতে পারবেন।(নিচের ছবির মতো)



৭। ব্যাস তৈরী হয়ে গেল আপনার ভিডিও ফাইল। যে কোন ভিডিও প্লেয়ারে ফাইলটি চালাতে পারবেন। নিচে নমুনা দিলাম।





ভাল লাগলে আপনার মুল্যবান মন্তব্য করতে ভুলবেন না। 





No comments:

Post a Comment